চাকরি জাতীয়করণের একদফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর বিভাগীয় প্রতিনিধি সভা, নবগঠিত কমিটির পরিচিতি এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় শিশু একাডেমী হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুইয়া।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সেলিম মিঞার সভাপতিত্বে এ সভায় বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব মোহাম্মদ লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ, মাদ্রাসা শিক্ষক সমিতির আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবির, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব অধ্যক্ষ মোঃ শওকত আলী, শিক্ষক নেতা মোঃ ইয়াকুব আলী , নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর জেলার শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ কারিগরী শিক্ষক সমিতি, বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য ফেডারেশন, মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন