সাভারে অজ্ঞাত বাসেরচাপায় সুমাইয়া খানম ঊষা (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন। সুমাইয়া খানম ঊষা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ইশারত হোসেনের মেয়ে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গলফ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী সাভারের দিক থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা সাভার গলফ ক্লাবের সামনে পৌঁছালে গতিরোধকের ঝাঁকুনিতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান ঊষা। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন