মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বোরহান উদ্দীন চুন্নুকে সভাপতি ও মোমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার দিনগত রাতে মেহেরপুর শিল্পকলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি গোলাম রসুল এবং বোরহান উদ্দীন চুন্নু সভাপতি প্রার্থী এবং শহিদুল ইসলাম পেরেশান ও মোমিনুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
এর আগের কমিটিতে সভাপতি ছিলেন গোলাম রসুল ও সাধারণ সম্পাদক ছিলেন বোরহান উদ্দীন চুন্নু।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন