নরসিংদীর শিবপুরে বাসের চাপায় আব্বাস আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রবিবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কে উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বাস আলী উপজেলার পুটিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতো। তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। ইটাখলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার সকালে আব্বাস আলী বাড়ি থেকে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে বের হয় । তিনি সৈয়দনগর বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। আর পরিবারের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ