চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। মৃত রায়হান আলী (২০) সদরের সতের রশিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
উপজেলার রানীহাটি-মিয়াপাড়া গ্রামে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রায়হান ট্রাক্টর চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন