বগুড়ার দুপচাচিয়া উপজেলায় থানা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সোয়েব মাহমুদ (৪২)।
জানা গেছে, বগুড়া স্টেডিয়াম এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ ও তার সংঙ্গী সিরাজগঞ্জ জেলা শহরের আলমদিয়া এলাকার মৃত গাজী আবু সাঈদের ছেলে সোয়েব মাহমুদ মোটরসাইকেল যোগে বগুড়া যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি দুপচাচিয়া থানা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে সান্তাহারগামী একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় পড়ে ঘটনা স্থলেই দুইজন নিহত হয়।
দুপচাচিয়া থানা অফিসার ইনচার্য আবুল কালাম আজাদ জানান, নিহতদের পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ তাদের আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ