খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায় বৈসু উপলক্ষ্যে রবিবার সকালে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করে। খাগড়াছড়ি উপজেলা সদর মাঠ থেকে বাংলাদেশ ত্রিপুরা সংসদের উদ্যোগে জমায়েত শেষে র্যালিটি শহরের কলেজ সড়ক, আদালত সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই সময় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরেয়া নৃত্য পরিবেশ করা হয় র্যালিতে। র্যালিতে ত্রিপুরা নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোষাক পরে র্যালিতে অংশ নেয়। র্যালিটি পরে খাগড়াছড়ি টাউল হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বক্তব্য রাখেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসেপ্রু চৌধুরী (অপু)। তিনি আগামী নতুন বছরে সকলের সুখ সমৃদ্ধি কামনা করে পার্বত্য বাসিকে বৈসুর শুভেচ্ছা জানান। র্যালিতে বাংলাদেশ ত্রিপুরা সম্প্রদায়ে সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণির পেশার মানুষ অংশ নেয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ