প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের ন্যায় চরভদ্রাসন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন।
এ উপলক্ষে চরভদ্রাসন থানায় আয়োজিত অনুষ্ঠানে গৃহহীন ও হতদরিদ্র সোনাই বিবি (৬০)-কে ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৃত কাদের ফকিরের স্ত্রী সোনাই বিবি। তার কোনও সন্তানও নেই দেখাশোনা করার জন্য। জাকেরের সূরা ভাঙ্গার মাথা এলাকায় জীর্ণ একটি ছাপড়া ঘরে থাকতেন তিনি। তাকে একটি ঘর উপহার দেওয়া হয়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ মো. বিলাল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. ফকরুজ্জামান, আবুল কাশেম শিকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কাউছার বেপারী, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, ইয়াকুব আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ