বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ আর্শ্বেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুলের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, মাকসুদুর রহমান, শিক্ষক ইশরাত জাহান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান লিটন, ইউপি সদস্য আব্দুর রশিদ হাওলাদার, ছিদ্দিকুর রহমান, গাজী আসলাম এবং শিক্ষার্থী আনিকা ও মাইজিয়া প্রমুখ। শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও অভিভাবকরা মানববন্ধনে অংশগ্রহন করে।
এদিকে মানববন্ধনের শেষ পর্যায়ে কিছু শিক্ষার্থী স্কুলের জমিতে থাকা অবৈধ স্থাপনা স্থাপনা ভেঙ্গে ফেলে। এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিডি প্রতিদিন/এএ