অবশেষে জামিন পেলেন মুন্সীগঞ্জের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। রবিবার দুপুরে এই শিক্ষককে জামিন দেন মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। জামিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন শিক্ষকের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। সরকার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন অ্যাডভোকেট পল্টু।
হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী বলেন, জামিননামা আদালত থেকে মুন্সীগঞ্জ কারাগারে সন্ধ্যা নাগাদ পৌঁছাবে। কারা কর্তৃপক্ষ তা যাচাই করার পর হৃদয় মণ্ডল ছাড়া পাবেন। এ জামিনে ৫ হাজার টাকায় বন্ড নেয়া হয়।
হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার বলেন, আমরা চাই তার চাকরিতে যেন কোনো সমস্যা না হয়। আশা করি, তিনি আবার চাকরিতে যোগদান করবেন।
উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারি মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৩ মার্চ তাকে আদালতে নেয়া হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।