ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানচাষীদের কাছ থেকে চাঁদাবাজীর প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর বাজারের কালীতলার প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে এলাকার পানচাষীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার কৃষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, ভবানীপুর পান বাজারে প্রতিদিন ৩০/৩৫ লাখ টাকার পান বিক্রি হয়। সেসময় খাজনা দেওয়ার পরও স্থানীয় সিন্ডিকেট ও ব্যবসায়ীদের শতকরা ৫ টাকা হারে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি বন্ধ ও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আলম হোসেন নামে এক কৃষক বলেন, বছরের পর বছর ধরে কাসেমের নেতৃত্বে খলিল, রজন, সুমন, ঝন্টুসহ অনেকেই এইভাবে চাঁদাবাজি করে আসছে। বর্তমানে এটি একটি ওপেন সিক্রেট হয়ে গেছে। পুলিশ ও প্রশাসন সব জায়গায় বলেছি কিন্তু কেউ কোন ব্যবস্থা নেয় না। পানচাষীদের কথা বিবেচনা করে যেন ব্যবস্থা নেয় প্রশাসন।
এ ব্যাপারে জেলা কৃষি বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান বলেন, ওই বাজারে একটি কমিটি করে দেওয়া আছে। যার দায়িত্বে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি তিনি দেখভাল করবেন। যদি এভাবে টাকা নিয়ে থাকে তাহলে বন্ধ করা দরকার।
এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, বিষয়টি আমি জানি। শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছিলাম। এটি যেন বন্ধ হয় তার জন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ