লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শেরু মিয়া (৪৭) নামে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শেরু মিয়ার বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার হরিরহাট এলাকা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে দুর্গাপুরের ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিজিবির সদস্য ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
নিহত শেরু মিয়া ভারতীয় নাগরিক এবং তিনি গরু পারাপারের সাথে যুক্ত। গরু নিয়ে সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে আসার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। বাংলাদেশি ভেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে শেরু মিয়াকে হত্যা করেছে বলে ধারণা এলাকাবাসীর।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নুলে বলেন, বাংলাদেশের অংশে একজন ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ লাশ পেয়েছি। তবে সে কিসের ব্যবসায়ী বলতে পারছি না। স্থানীয় থানা পুলিশ প্রশাসন ময়নাতদন্তের পর শেরু মিয়ার লাশ ভারতীয়দের কাছে হস্তান্তর করবে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। তার মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
বিডি প্রতিদিন/ফারজানা