ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের জোড়া খুনের ঘটনায় রবিবার রুহুল আমিন শেখ (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে নিহত কামরুল মাতুব্বরের ভাই রুবেল মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় এ হত্যা মামলা করেন।
মামলায় জান্দী গ্রামের জামাল শেখ (৪২) ও কুটি মিয়াসহ (৬৫) ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে স্থানীয় বাজার থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় জান্দী গ্রামের সলেমান শরিফ (৩৫) ও কামরুল মাতুব্বরকে (৩২)। বাদী পক্ষের অভিযোগ গ্রাম্য দলাদলির কারণেই প্রতিপক্ষ জামাল শেখের নেতৃত্বে এ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়।
ভাঙ্গা থানার পরিদর্শক তদন্ত শফিউল আলম জানান, পুলিশ আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছে। ওই এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম্য দলাদলি চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিল নিহত কামরুল মাতুব্বর, অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছিল জামাল শেখ।
বিডি প্রতিদিন/আবু জাফর