ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় নিজ বাসার নিচে শরীফ চৌধুরী (২১) নামে এক যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন- নগরীর সানকিপাড়া এলাকার নূর মোহাম্মদ ওরফে মোহন (২১) ও একই এলাকার মো. মুনা (২৫)।
এর আগে শনিবার ভোর সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা রেললাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে জেলা পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত শরীফ চৌধুরী শান্ত ও হত্যাকাণ্ডে জড়িতরা সবাই পরস্পর বন্ধু ছিলেন এবং এলাকায় একসাথে চলাফেরা করতেন। তারা নগরীর চরপাড়া এলাকায় একসাথে ওই এলাকার ফুটপাথে অস্থায়ী দোকান থেকে সাপ্তাহিক চাঁদা তুলতেন। সম্প্রতি নিহত শরীফ আলাদা গ্রুপ করে চাঁদার টাকা তোলা শুরু করে এবং চাঁদা আদায়ে নিজের আধিপত্য বজায় রাখে। সেই চাঁদার ভাগ পেতে অন্যদেরও তার সাথে যোগ দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এতে অপর গ্রুপের সদস্যরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে এবং হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে।
এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে আরও ৩ আসামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পিবিআই। প্রসঙ্গত, গত বুধবার রাতে ১২ টার দিকে নগরীর চরপাড়ায় চৌধুরী ক্লিনিকের গলিতে নিজ বাসার সামনে শরীফকে ১৮ বার ছুরিকাঘাতে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর