রাজবাড়ীর পদ্মা নদীতে বড়শি ফেলে বড় একটি বোয়াল মাছ পেয়েছেন মো. কুরবান। তিনি সদর উপজেলার গোদার বাজার এলাকার বাসিন্দা।
সোমবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের উজানে তাঁর বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন সাড়ে ৯ কেজি। স্থানীয় মৎস আড়তে বড় আকৃতির এই বোয়াল মাছটি ১৮ হাজার ৫০টাকায় বিক্রি হয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মো. কুরবান ভোরে পদ্মার নদীর দৌলতদিয়া এলাকায় হাজারী বড়শি দিয়ে মাছ ধরার জন্য আসেন। সেখান থেকে তিনি বড় আকৃতির এই বোয়াল মাছটি ধরেন। পরে স্থানীয় দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসলে সেখান থেকে চান্দু মোল্লা সর্বোচ্চ ডাকে মাছটি ক্রয় করেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে মৎস্য আড়তে মাছ কিনতে গিয়ে অকশোনে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করি। ২ হাজার টাকা করে আমি মাছটি বিক্রি করে দিবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন