লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ডাম্পিংসহ বাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া বাজারে নদী ভাঙা অসহায় মানুষের ব্যানারে এ আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মাস্টার, সাংবাদিক সাজ্জাদুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজ হাওলাদার, জাহাঙ্গীর তালুকদার প্রমুখ। এসময় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত জুন মাসে একনেকের সভায় রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জন্য প্রায় ৩১শ’ কোটি টাকার প্রকল্পের অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে টেন্ডারের মাধ্যমে গত ৯ জানুয়ারি কমলনগরের সাহেবের হাট ইউনিয়নের মেঘনা নদী এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। কিন্তু উদ্বোধনী দিন ছাড়া এখানে দৃশ্যমান কোনও কাজই হয়নি বলে দাবি করেন স্থানীয়রা।
শুষ্ক মৌসুমেও নদী ভাঙন অব্যাহত ছিল। সামনে বর্ষা মৌসুম আসছে। লাখো মানুষ এখন ভাঙন আতঙ্কে রয়েছে জানিয়ে নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, ঠিকাদার যেখান থেকে বালু আনত সেটি বন্ধ থাকায় এই প্রকল্পের কাজ সাময়িক বন্ধ আছে।, আশা করা যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে কাজ আবার শুরু হবে।
বিডি প্রতিদিন/কালাম