গত কয়েক দিন ধরে তরমুজের দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। তীব্র গরম আর রমজানকে পুঁজি করে অতি মুনাফালোভী বিক্রেতারা সাধারণ মানুষকে জিম্মি করে এক একটি তরমুজের দাম হাঁকছেন ৫০০ থেকে ৬০০ টাকা।
ফলে অতিরিক্ত দামের কারণে তরমুজ কিনতে পারছিল না সাধারণ মানুষ। দাম নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতণ্ডা হয়। বিক্রেতারা ক্রেতাদের সাথে দুর্ব্যবহার করারও অভিযোগ ওঠে। শুধু তরমুজই নয় আঙুর, আপেল ও আনারসসহ অন্যান্য ফলের দামও খুব চড়া বলে অভিযোগ করেন ক্রেতারা। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাধারণ মানুষ।
বিষয়টি আমলে নিয়ে সোমবার বেলা ১১টায় পৌরশহরের সড়ক বাজারে আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। আদালত দেখে কয়েকজন বিক্রেতা বিক্রি বন্ধ করে দোকান ফেলে চলে যায়। এসময় ফল বিক্রেতাদের ক্রয়ের রসিদ যাচাই করে দেখেন আদালত। অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত বিক্রেতারা হলেন-সিদ্দিক মিয়া, নাঈম ও হৃদয়। তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। আদালতকে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় তিন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই