বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুই যুবককে ৫শ’ টাকা করে জরিমানা ও ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- দৈবজ্ঞহাটি ইউনিয়নের খালকুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমান শেখের ছেলে মাসুদ রানা ওরফে মহারাজকে (৩৮) ২ মাসের কারাদণ্ড ও গাবগাছিয়া গ্রামের সত্তার খানের ছেলে মফিজ খানকে (৪৮) ১ মাসের কারাদণ্ড।
মোবাইল কোট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান বলেন, ওই দুই যুবক সোমবার বেলা ৩টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কাপুড়িয়াপট্টি এলাকায় প্রকাশে গাঁজা সেবন করছিল।
পুলিশের সহযোগীতায় হাতেনাতে ধরে ফেললে তারা দোষ স্বীকার করলে ওই সময় তাদের ৫শ’ টাকা করে জরিমানা ও ভিন্ন মেয়াদে করাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম