জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও একই গ্রামের সেলিমের মেয়ে রিয়া মনি (৭)। নিহতরা পিংনা মুন্সি মোহাম্মদ আলী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে সুমাইয়া ও রিয়া মনি মিলে বাড়ীর পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে তারা আর বাড়িতে ফিরে আসেনি। বিকালে স্থানীয় এলাকাবাসি শিশু দুটির লাশ নদীতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে দুই জনকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।
সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম