পটুয়াখালীর কলাপাড়ায় ৫ দিন ব্যাপী হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী সহায়তায় উপজেলা পরিষদ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার ২৭ বিজ্ঞান বিষয়ক শিক্ষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল