পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইব্রাহিম মিয়ার (৫৫) উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাতানিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
আহত ইউপি সদস্য ইব্রাহিম এ ঘটনার জন্য একই এলাকার হালিম সিকদাকে দায়ী করে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সে (হালিম) আমার সঙ্গে নির্বাচনে হেরেছে। শহীদ সিকদার তার ভাতিজা। মূলত নির্বাচনের জেরে ধরেই আমার উপর হামলার ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ওসি জসিম জানান, এখনও অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল