টাঙ্গাইলের সখীপুরে আকস্মিক ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে ঘরের আলমারির নিচে চাপা পড়ে আছাতন নেছা (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত বৃদ্ধা ওই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ও ইউপি সদস্য মো. কিসমত আলীর মা। এদিকে ওই এলাকার কয়েকটি গ্রামে প্রায় আড়াই হাজার কলা গাছ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
পরিবার ও এলাকাবাসী জানায়, ইফতারের পর আকস্মিক ঝড় এসে ঘরের পাশে থাকা বড় একটি গাছ ঘরের চালে ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা একটি আলমারি ওই বৃদ্ধার উপরে পড়ে। এ সময় ঘরের ভেতর কেউ না থাকায় বৃদ্ধাকে কেউ বাঁচাতে পারে নাই। ঝড় থামলে স্থানীয়রা এসে দেখে বৃদ্ধা আলমারির নিচে চাপা পড়ে মারা গেছে।
এদিকে, ওই এলাকার সোনাতলা, সিকদার পাড়া, মাচিয়া পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া ও উত্তর পাড়া গ্রামে প্রায় আড়াই হাজার কলা গাছে ভেঙে গেছে। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় কলা চাষিরা।
স্থনীয় বিল্লাল সিকদার জানায়, আমার প্রায় সাড়ে তিন শতক কলা গাছ ভেঙে গেছে, যা বর্তমান বাজার মূল্য প্রায় ১০-১২ লাখ টাকারও বেশি। ব্যাংক থেকে লোন করে ও পারিবারিক ধারদেনা করে কলার চারাগুলো লাগিয়ে ছিলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ বলেন, ঝড় কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের একটি নামের তালিকা করা হবে। যাতে ওই কৃষকরা পরবর্তী সময়ে প্রণোদনা পায়।
বিডি প্রতিদিন/এমআই