চাঁদপুরের শাহরাস্তিতে স্বামী পরিত্যক্তা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শাহরাস্তি থানা সূত্র জানায়, দুই মাস পূর্বে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাংলাইশ গ্রামের ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা তরুণীর সাথে শাহরাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামের আঃ মতিনের ছেলে মো. মেহেদী হাসানের (২৪) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৮ মার্চ সন্ধ্যায় মেহেদী মুঠোফোনে ভুক্তভোগীকে যাদবপুর গ্রামস্থ ব্রীজের কাছে ডেকে নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেদী ও তার দুই বন্ধু একই গ্রামের আবু সালেহ (২৩) এবং দ্বীন ইসলাম (২০) ভুক্তভোগীকে গ্রামের বিলের নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণের চিত্র ধারণ করে। ঘটনার পরে গত ৮ এপ্রিল সন্ধ্যায় আবু সালেহ ভুক্তভোগীর মায়ের মোবাইলে ফোন দিয়ে ৫ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে তার মেয়ের ধর্ষণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এ ঘটনায় রবিবার (১০ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে ওসি (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম ঐদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ও আবু সালেহকে গ্রেফতার করে।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান জানান, ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম