জয়পুরহাটে প্রায় ৫ কেজি শুকনা গাঁজাসহ শামসুল আলম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকালে পাঁচবিবি উপজেলার কোকতারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামসুল আলম পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের আব্দুল সামাদের ছেলে।
জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, গ্রেফতারকৃত শামসুল আলম দীর্ঘদিন থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য সীমান্ত এলাকা দিয়ে পাচার করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল।
সোমবার বিকেলে পাঁচবিবির কোকতারা এলাকায় সে মাদক পাচার করছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে র্যাবের একটি অপারেশনাল দল সেখানে অভিযান চালায়। এ সময় ৪ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ শামসুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ