গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকা থেকে সোমবার পুলিশ তিন চোরাই গরু উদ্ধার করেছেন। এলাকাবাসী ও পুলিশ জানান, গত শনিবার সকালে রাজশাহী জেলার কোন এক এলাকা থেকে একদল গরু চোর একটি ট্রাকে করে ছয়টি গরু নিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙ্গা চালা এলাকায় নামাতে থাকেন। এ সময় গরু চোরের সদস্যরা ওই এলাকার সোলাইমান ও বাদশা মিয়ার কাছে ছয়টি গরু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এসময় ট্রাক থেকে ৪টি গরু নামানো হলে এলাকায় প্রচার হয় যে, চোরাই গরু এলাকায় আনা হয়েছে। এসময় কিছু এলাকাবাসী ওই গরু ভর্তি ট্রাকের কাছে আসলে ৪-৫ জনের একদল চোর ট্রাকে থাকা আরো ২টি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সোলাইমান ও বাদশা মিয়া ৪টি গরু নিজেদের দখলে নিয়ে ওইদিনই একটি গরু জবাই করে ভাগ দিয়ে মানুষের কাছে বিক্রি করে দেন।
রবিবার এ ঘটনাটি পুলিশের কাছে গেলে পুলিশ তেলিরচালা অভিযান চালিয়ে সোলাইমানের কাছে থাকা তিনটি গরু উদ্ধার করেন। এসময় পুলিশের টের পেয়ে সোলাইমান পালিয়ে যায়।
এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (এসআই) সাইফুল আলম জানান, চোরাই তিনটি গরু উদ্ধার করা হয়েছে। রাজশাহী জেলার প্রতি থানায় খবর দেওয়া হয়েছে। প্রকৃত মালিক পেলে গরু ফেরত দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম