পাবনা জেলা ছাত্রলীগরে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে সম্প্রতি দেয়া জেলার বেড়া উপজেলা ছাত্রলীগের কমিটিও স্থগিত করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ হয়েছে উল্লেখ করে সোমবার ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের প্যাডে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পাবনা জেলা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, কমিটি বাণিজ্যের বিষয়টি সঠিক নয়, এমনিতেই এই কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে বিলুপ্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম