বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র্যাবের অভিযানে ২ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক হয়েছে। গত মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া সাহেবেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। আটক ব্যক্তির নাম জহরলাল চৌধুরী (৪৫)। তিনি ওই উপজেলার মোল্লাপাড়া এলাকার প্রয়াত প্রিয়লাল চৌধুরীর ছেলে।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ