ফরিদপুরের সদরপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দেওয়া হবে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের স্কুলশিক্ষক মোশাররফ হোসেন তার বাড়ির সামনের ডোবায় বিভিন্ন জাতের মাছ চাষ করতেন। স্থানীয় প্রভাবশালী মহলের সাথে শিক্ষক মোশাররফ হোসেনের রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জের ধরে বিভিন্ন সময় তাকে হয়রানি করা হয়।
মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমাকে হয়রানি করার পাশাপাশি আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দায়ের করব। এ বিষয়ে অভিযুক্ত মাসুদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর বলেন, বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনাটি আমার জানা নেই।
বিডি প্রতিদিন/এএম