ফেনীতে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় চালক জাফর উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে ফেনীর মহিপালস্থ র্যাব-৭ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুপ।
তিনি জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা জোরদার করতে পুলিশের একটি দল ফেনী শহরের রামপুর এলাকায় কর্মরত ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে পুলিশের সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়।
কিন্তু চালক জাফর উদ্দিন গাড়িটি না থামিয়ে মাদকাসক্ত অবস্থায় পুলিশের পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। একপর্যায়ে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক জাফর উদ্দিন ও তার সহযোগী জয় (১৪)। এ ঘটনায় পুলিশ সদস্য মোতাহের হোসেন মারা যান এবং অপর সদস্য আসাদুল ইসলাম গুরুতর আহত হয়।
ঘটনার পর র্যাবের একটি দল চালক জাফর উদ্দিনকে ধরতে বিভিন্নস্থানে অভিযানে নামে। পরে তার নিজবাড়ি নোয়াখালীর সেনবাগ থানার দক্ষিণ রাজারামপুর এলাকার নাছির উদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী ক্যাম্পের কোম্পানি কোমান্ডার স্কোয়াড্রন লিডার আবদুল্লা আল জাবের ইমরানসহ সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদীসহ গণমাধ্যমকর্মীরা। জাফর উদ্দিনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, দুদিন পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মোতাহের হোসেনের। কিন্তু এমন দুর্ঘটনায় কেড়ে নিলো তার সব স্বপ্ন।
বিডি প্রতিদিন/এমআই