নোয়াখালীর সেনবাগে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সেনবাগের কাবিলপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- সেনবাগের আজিরপুর গ্রামের মো. ইয়াকুব আলী (২১) ও মো. মোশারফ হোসেন (২৮)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেনবাগের ৬নং কাবিলপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ছমিরমুন্সিরহাট বাজারস্থ দিলদার মার্কেটগামী সড়কের ব্রিজের ওপর মো. মোশারফ হোসেন ও মো. ইয়াকুব আলীকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর