ময়মনসিংহের ফুলপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলা প্রাঙ্গণ থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল ও উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এর শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল কাইয়ুম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, শাকিল মিয়া, সুজন দেবনাথ, সাজ্জাতুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ