ফরিদপুরের মধুখালী উপজেলার দু’টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের একটি দল। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, মধুখালীর কামারখালী ইউনিয়নের চরপুখুরিয়া এলাকায় অবস্থিত এইচ আর ব্রিকসে অভিযান পরিচালনা করে ভাটার মালিক মো. আখতারুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কামারখালী ইউনিয়নের চরবানিয়াডাঙ্গী এলাকায় অবস্থিত মেসার্স রাজিয়া ব্রিকসের মালিক মো. আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকালে অবৈধ ইটভাটা পরিচালনা না করা এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা জানান, মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৯ লঙ্ঘনের দায়ে এইচ আর ব্রিকস ও মেসার্স রাজিয়া ব্রিকসের মালিককে জরিমানা করা হয়। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিতা রানী দাস, পরিদর্শক জাহিদ হাসানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর