জীবনের সায়াহ্নে নিদারুণ কষ্টে দিন পার করছিলেন বিধবা শুকুর বিবি। নিজের ছিল না মাথা গোঁজার ঠাইও। জীবন ভর এক চিলতে ভিটে-মাটির স্বপ্ন থাকলেও বাস্তবে তার সাধ্য ছিল না তার। জীবিকা নির্বাহে গৃহস্থালী কাজের পাশাপাশি অন্যের সাহায্য-সহযোগীতায় এক-আধপেট খেয়ে কোন মতে যাচ্ছিল দিন। পাঁচশ’ টাকা মাসে গ্রামের এক দোকান ঘরের চিলেকোঠাই ছিল তার থাকার ঘর।
তবে বাংলাদেশ পুলিশের হাত ধরে শুকুর বিবির স্বপ্ন হয়েছে সত্যি। তাকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। আর তাতেই শুকুর বিবির মুখে ফুটেছে স্বস্তির হাসি।
শুকুর বিবি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের মনোরপুর গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী। মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারা দেশের আরও অনেকের মতো নতুর ঘর পেয়েছেন তিনিও। গ্রামের পাকা সড়কের পাশে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে আড়াই শতক জমিতে মাটি ভরাট করে শুকুর বিবিকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ঘরে আছে দু’টি কক্ষ। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি বাড়িতে গভীর নলকূপও স্থাপন করে দেয়া হয়েছে। গেল ১০ এপ্রিল ভিডিও কন্সফারেন্স'র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরের উদ্বোধন করেন। পরে তাকে আনুষ্ঠানিক ভাবে জমির দলিলসহ ঘর বুঝিয়ে দেওয়া হয়।
শুকুর বিবি বলেন, ‘জীবনে কখনো ভাবিনি আমি যে একটি ঘরের মালিক হব। বাংলাদেশ পুলিশের কাছে আমি চির ঋণী। আমি পুলিশ ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনার জন্য প্রাণ ভরে দোয়া করি, আমি আশ্রয়হীনকে যেভাবে আশ্রয় দিতে শান্তি দিয়েছেন, আল্লাহ যেন সেভাবে তাদের সুখে-শান্তিতে রাখেন।’
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনেক মানবিক কাজও করে থাকে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইজিপি স্যারের নির্দেশনা ও সহায়তায়, সারা দেশের ন্যায় বিশ্বনাথেও একজন অসহায় ভূমি-গৃহহীনকে ঘর দেয়া হয়েছে। একজন নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়াতে পেরে বাংলাদেশর পুলিশের সদস্য হিসেবে আমি গর্ববোধ করছি।’
বিডি প্রতিদিন/নাজমুল