ঠাকুরগাঁওয়ে তারাবির নামাজের সময় মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা পড়ার পরে রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাণীশংকৈল উপজেলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৪৫টি মামলা রয়েছে।
গতকাল শনিবার রাতে জেলা পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে জনৈক এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালাতে যাওয়ার সময়ে তিনি মুসল্লিদের কাছে ধরা পড়েন। এরপর তাকে মুসল্লিরা গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাককে আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে ২৪ মার্চ এক ইউপি সদস্যের (মেম্বার) মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণধোলাই খান আব্দুর রাজ্জাক। পরে জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সততা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। আজ রাজ্জাককে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর