টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশু ও সুধীজনদের নিয়ে জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে্ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর আমন্ত্রণে অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীরাও দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের ছাড়া সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সকলের উচিত এই অসহায় শিশুদের পাশে থাকা। আমি সবসময়ই আমার সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে থাকতে চাই।
দোয়া ও ইফতার মাহফিলে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।