টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে আগুন লেগে মেকানিক্যাল দোকানসহ পুড়ে গেলো তিনটি দোকান। মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরসভার কাঁচাবাজার সংলগ্ন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কয়েক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১২টা চার মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে যাওয়া বাবুল হোসেন ও আবুল কালামের দুইটি দোকান ছিল টেলিভিশন, ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও পার্টসের এবং অন্যটি ছিল শাহাদৎ হোসেনের মাছ ধরার বড়শির সুতা ও ছিপের দোকান।
সখীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে কয়েক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী বাবুল হোসেন ও আবুল কালাম বলেন, রমজানের কারণে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। রাত ১২টার দিকে আগুন লাগার খবর শুনে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো আমরা জানি না। তবে আমাদের তিন দোকান মিলে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই