বগুড়ার শেরপুরে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙণে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস, সম্প্রসারণ কর্মকর্তা ছায়েদুর রহমান, আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান তবিবর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
উপজেলা কৃষি অফিস জানায়, বিগত ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ ও ২০২২-২৩ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার দশটি ইউনিয়নে ৩ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল