বরগুনার সদর উপজেলার বুড়ীরচর ইউনিয়নে সৌর বিদ্যুৎ ব্যবহার করে ফসলি ক্ষেতে সেচ ব্যবস্থার ওপর কৃষক সভার আয়োজন করা হয়। আজ বুধবার বরগুনা সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
বুড়ীরচর চরকগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের লজিক প্রকল্পের আওতায় সৌর বিদ্যুতের মাধ্যমে কৃষিতে সেচ বিষয় কৃষক সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য মাহবুবুর রহমানসহ স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের উদ্দেশ্য বলেন, এখন আর আগের মত আমাদের কৃষকরা তাদের জমি অনাবাদী ফেলে রাখতে চায় না। বীজ বা ফসল উৎপাদনের অন্যতম সহায়ক হচ্ছে জমিতে সঠিক সময় সঠিক পরিমাণ সেচ দেওয়া। তাই সৌর বিদ্যুৎ ব্যবহার করে কৃষকরা সহজেই জমিতে সেচ দিতে পারবে।
বিডি প্রতিদিন/আবু জাফর