কুড়িগ্রাম পৌর শহরের জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। এ সময় গাড়ির ভেতরের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকাও লুট করে নেয় তারা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিলমারী উপজেলার চিলমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুর রহমান জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে তার ব্যবহৃত প্রাইভেটকার রেখে কাজের উদ্দেশ্যে ২য় তলায় উঠেন। এই সুযোগে কে বা কাহারা প্রাইভেট গাড়ির সামনের গ্লাস, জানালার দু সাইড, পেছনের গ্লাসসহ গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ভেঙে চুরমার করে পালিয়ে যায়। সেই সাথে গাড়ির ভেতরের ড্রয়ারে রাখা নগদ ২০ হাজার টাকাও নিয়ে যায়।
ভুক্তভোগী মাহবুর রহমান জানান, আমি আমার নিজস্ব দোকান দেখাশোনা করতে জেলা পরিষদ সুপার মার্কেটের ২য় তলা উঠি। সেখান থেকে ৩০ মিনিট পর ফিরে এসে দেখি গাড়িটির সব কিছু ভাঙচুর করেছে এবং গাড়ির ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা নিয়ে গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর