ময়মনসিংহের ফুলপুরে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝড়ের সাথে বজ্রপাত ও শিলা বৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলে তাণ্ডব।
এতে উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেরাজুল হকের থাকার ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। হৃদি মোতালেবের গোয়াল ঘর ভেঙে গেছে। খরিয়া নদীসহ বিভিন্ন বিলের ধান পানিতে ডুবে গেছে। অজ্ঞাত একজনের সিএনজির উপর গাছ পড়ে সিএনজি ভেঙে গেছে। আরও অনেকের বাড়ি ঘরে গাছপালা পড়ে ক্ষতিগ্রস্ত হওয়াসহ ধানী জমি ও শাক সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, মোট ৩০ হেক্টর ধানী জমি ও ১০ হেক্টর শাক সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল