বরগুনার আমতলীতে বুধবার সকালে পৃথক সভার মাধ্যমে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপি লাইব্রেরি দুটিতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের বই ও আসবাবপত্র প্রদান করে।
বুধবার সকালে আমতলী পৌরসভার বাসুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ১০টায় লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান।
প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন আমতলী এপির ম্যানেজার উত্তম দাস, নারী কাউন্সিলর মাকসুদা বেগম ও মৃদুল সরকার প্রমুখ।
বেলা ১১টায় সেকান্দার খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপর লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ার্ল্ডভিশন আমতলী এপির ম্যানেজার উত্তম দাস। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক লাইজু বেগম। লাইব্রেরি দুটিতে মুক্তিযুদ্ধ, শিশুতোষ ও আইটি বিষয়ক ২ লাখ ১০ হাজার টাকার বই ও লাইব্রেরির সকল আসবাবপত্র প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই