পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে ইমরান হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে দশমিনা উপজেলার দক্ষিন রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সামনে বাগানের ভিতরে অবস্থিত গাছের ডাল কাটতে গিয়ে ডালের সাথে লাগানো বিদ্যুতের তার থেকেই ঘটনাটি ঘটে। বিদ্যুতের তারের সাথে লাগার পর ইমরান ঘটনাস্থলেই মাটিতে পড়ে যায়। এ অবস্থায় বাড়ির লোকজন তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল