পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজনৈতিক অস্বচ্ছল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী এবং সদরের দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। বুধবার দুপুরে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার ১১ টি ইউনিয়নের ৪শত মানুষকে এ সহায়তা প্রদান করেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহেমদ খান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলমের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাইদুজ্জামান শাকিল, সরকার মুকুল, বিএনপি নেতা আবু সালেহ নয়ন ও আতিকুর রহমান আতিক। এ ছাড়া বৃহস্পতিবার শহরের কর্মী ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা দেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল