কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাফিক পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বুধবার দুপুরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় টেকনাফ ট্রাফিক পুলিশ চেকপোস্ট স্থাপন করে যানবাহনের বৈধ কাগজপত্র তল্লাশি করাকালীন সন্দেহ জনক একটি প্রাইভেটকার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক টেকনাফ পৌরসভার অলিয়াদ এলাকার আব্দুল মান্নানের ছেলে রেজাউল করিমকে আটক করা হয়।
টেকনাফ ট্রাফিক জোনের ইনচার্জ পরিদর্শক ফারুক আল মামুন ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে ট্রাফিক পুলিশের চেকপোস্ট স্থাপন করে যানবাহনে বৈধ কাগজপত্র তল্লাশি করার সময় সন্দেহ জনক একটি প্রাইভেটকার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি প্রাইভেটকারের চালক রেজাউল করিমকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর