মানিকগঞ্জের সিঙ্গাইরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওসার নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কাওসারের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতারের মর্গে রাখা হয়েছে।
বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসী ডাকাতরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর ডাকাতদের সঙ্গে র্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সিএমএ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন