নোয়াখালীর চাটখিল উপজেলার ১৫৭টি হতদরিদ্র পরিবারের মাঝে পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, চেক ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৫৭ জনকে নগদ অর্থ ও চেক এবং ১০০ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে চাটখিল বাজারে একটিভ ফাউন্ডেশন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন, একটিভ ফাউন্ডেশনের ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ