পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সাড়ে ৩ হাজার হত দরিদ্র নারীর মাঝে ঈদের শাড়ি বিতরণ করেছেন পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার।
বুধবার সকাল ১০টায় একটি হোটেলের সামনে দরিদ্র নারীদের হাতে শাড়ি তুলে দেন তিনি। শাড়ি পেয়ে খুশি দরিদ্র নারীরা।
সৈকত লাগোয়া বেড়িবাঁধের পাশে বসবাসরত সালেহা বেগম বলেন, ‘এই শাড়ি পিন্দাই ঈদ করমু।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মনির শরীফ, শহীদ দেওয়ান ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার সদস্যরা।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, প্রতিবছরের ন্যায় তার নিজস্ব অর্থায়নে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এমআই