মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় দ্বারিকাপাল মহিলা কলেজের পাশে আগুন লেগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আবুল কাশেম মিয়ার স্টেশনারী ও চায়ের দোকান, আবুল কালাম মিয়ার ফার্নিচারের দোকান ও রন্টু পালের স্টেশনারী দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, কাশেম মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই পাশের আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উপজেলা পরিষদের তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে সাহায্য করেছেন। শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. ফরহাদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৬-৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর