নরসিংদীর চৈতাবো এলাকায় জাহানারা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে বসতঘর নির্মাণ করে দিয়েছে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফোরাম’। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার আনুষ্ঠানিকভাবে ওই বৃদ্ধার হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
নতুন বসতঘর পেয়ে খুশি জাহানারা বেগম। তিনি বলেন, এই পৃথিবীতে আমার কেউ নাই। রোদে পুরে বৃষ্টিতে ভিজে ভাঙা একটি ঝুপড়িতে দিন কাটিয়েছি। স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পক্ষ থেকে আমাকে একটি নতুন ঘর দেওয়া হয়েছে। আমি অত্যন্ত খুশি।
এসময় মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক মোহাম্মাদ আল আমিন রহমান, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক মাহবুবুর রহমান মনির, আনোয়ার মোল্লা, মোহাম্মদ রোমান, জামাল মিয়া, বাদশা, এমদাদুল হক, রেজাউল করিম রাফি, রিজভী আহমেদ বিজয়, নাইমুল ইসলাম, আব্দুল হামিদ, মীর ইউসুফ ও সাউদ মামুন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই