সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার খাসপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা ওই গ্রামের মৃত আব্দুল মতিনের স্ত্রী।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে সেহরি খেতে ঘুম থেকে ওঠেন রহিমা। এ সময় হঠাৎ ঝড়ো বাতাসে কলা গাছে বিদ্যুতের তারের স্পর্শে আগুন জ্বলে ওঠে। এরপর ওই বৃদ্ধা কলা গাছটি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম